চলরে সখী ফুল কুড়াতে
ফুল বাগানে যাই,
নানান ফুলের মালা গেঁথে
পরানটা জুড়াই।


গোলাপ বকুল গ্যান্দা জবা
ছড়াইছে সুঘ্রাণ,
সূর্যমূখীর মাথায় বসে
টুনটুনি গায় গান।


পালকি নিয়ে যায় বেহারা
হুন হুনা হুন সুরে,
তাইনা দেখে বউ কথা কও
গাছের শাখায় ঘুরে!


সূর্য ডোবার পরে যখন
শীতটা জেঁকে বসে,
বাঁশ বাগানের মাথার উপর
পূর্ণিমা চাঁদ হাসে।


বাকুম বাকুম পায়রা ডেকে
মুগ্ধ করে প্রাণ,
ফুলের টায়রা পড়ে বুবু
শ্বশুর বাড়ি যান।