শীতের দিনে সরষে ক্ষেতে
চোখ জুড়িয়ে যায়,
আলের পথে গাঁয়ের বধু
চাদর দিয়ে গায়।


গৈ গেরামের মানুষ ধরে
খালে-বিলের মাছ,
রসের হাঁড়ি মাজায় বেঁধে
গাছি কাটে গাছ।


ঘরে ঘরে বাদ্যি বাজে
চলে বিয়ের ধুম,
পাড়া-পড়শী হারিয়েছে
তাদের চোখের ঘুম।    


বুড়া-বুড়ি, নাতি-নাতনী
পৌষ মেলায় যায়,
নাগর দোলায় চড়ে সখী
হিমেল হাওয়া খায়।


জমির মিয়ার জোয়ান পোলা
করতে গেল বিয়ে,
ভ্যানে চড়ে টোপর মাথায়
রুমাল মুখে দিয়ে।


বাঁধের ধারে নরম রোদে
জমায় গীবত গীত!
এমনি করেই বছর বছর
গাঁয়ে কাটে শীত ।।