আমি যখন নীরব থাকি
সবাই হয় মুখর!
কিছু কথার উচ্চারণে
সূর্য হয় প্রখর!


প্রসন্নতার খবর পেলাম
কল্পলোকের হাওয়ায়,
সময় যখন আগতপ্রায়
মড়ক লাগলো গাঁয়!


সময় খুঁড়ে পেয়েছিলাম
বিষাদ ভরা দিন,
কর্ম শেষে ধর্ম পেলাম
মুক্তির আশা ক্ষীণ!


সকাল শেষে দুপুর গেছে
সন্ধ্যা এখন প্রায়,
ভাবছি বসে নদীর ঘাটে
চড়বো কখন নায়!


হর-হামেশা বিষের ব্যথা
করছে জ্বালাতন!
আসবে বুঝি নিদ্রা এবার
বিছাও পাটাতন।