দুর্বল চিত্ত, অসত্যে থাকে সদা লিপ্ত-
ভোগের দুনিয়া নিয়ে করে মাতামাতি!
জালিমের সাথে তাই সখ্যতা গড়ে তুলে
দিবানিশি খুঁজে ফিরে দিগ্বিজয়ীর খ্যাতি!


হায়রে মানব মন, বৃথা ব্যয় করে ক্ষণ;
আপন স্বার্থোদ্ধারে করে অপরের ক্ষতি!
অমরত্ম পাবার তরে, শির্কের পথ ধরে
আঁধারে বাড়াতে থাকে জীবনের গতি!


মুক্তির কথা বলে, যুক্তিকে ছুঁড়ে ফেলে
ধোঁকা দিয়ে বোকা বলে অভাবিত ছলে!
অহমে অন্ধ ধনী, নিজেকে ভাবে জ্ঞানী
অরি-অমিত্র নিঃশেষ করে, কুট কৌশলে!


সত্যকে পায়ে দলে, শক্তিকে ভক্তি করে  
মোহে প্রলুব্ধ হয়ে মিথ্যাকে আঁকড়ে ধরে!
রবির আলো ছুঁয়ে সজীবতা ফিরে পেয়ে
বিজয়ীর বেশে নাচে জয়ীতার সুরে সুরে!


বিজয়ের রিলে রেসে সব কিছু বাজি ধরে
বিসর্জনের খেলা খেলে মহা জোরে-শোরে!
দিন শেষে তার চাই, পরিপাটি স্বর্গটাই;
হায়রে! ভিখিরি! কাটালো জীবন ঘোরে!