পাতালবাসীকে তুমি দেখেছো কখনো?
ওরা আঁধারকে ভালবাসে মনের মত
আর-আলোকে দেখে পায় ভীষণ ভয়!
ফুৎকারে নিভাতে চায় আলোর প্রদীপ;
অবনীকে পেতে চায় হাতের মুঠোয়;
ঠুনকো জীবন তাই করতে চায় জয়!


ওরা বালির বাঁধে গড়ে সুখের স্বর্গ;
না মানিয়া নিয়ম! গড়ে নর্দমায় ঘর!
পথকলি কুড়িয়ে এনে বানায় সোপান,
তুলে দেয় কচি হাতে বারুদের ঝাড়!
দুনিয়ার সবটুকু সুখ লুটে নিতে ওরা
ভালবাসা কিনে নেয় বেলা-অবেলায়!


ওরা খেলে অন্ধকারে ক্ষমতার খেলা;
ভাবে না মোটে শেষ হবে এই বেলা!
বিষের বাঁশরী বাজিয়ে নাবালক টানে
সৃষ্টির প্রতি ঘৃণা জাগায় তাদের প্রাণে!
এমনি করেই অবশেষে হয় ইতিহাস!
রেখে যায় পথিমধ্যে নব্য ঘৃণ্য দাস!