ব্যক্তি স্বার্থ পশ্চাতে ভেবো
দেশের স্বার্থ আগে,
সমস্বরে কথা বলো যেন
ঘুমন্ত জনতা জাগে।


পরিবেশ নিয়ে রাজনীতি নয়,
নয় কোন প্রহসন!
মানুষের তরে একতা গড়িয়া
কর বড় আয়োজন।


বাঁচে যদি এই জীবন, সমাজ,
তবেই তোমার নাম,
দেশ না বাঁচলে দাঁড়াবে কোথায়?
রহিম হও আর রাম।


সবুজের ছায়া করে কত মায়া
রাখে কত অবদান,
তাকে বাঁচাবার তরে করে যাই
করজোড়ে আহবান।


মিনতি আমার শোন মহাজন,
সবুজকে করো না খুন!
হাতে হাত রেখে আগে বাড়ো সবে
বাঁচাতেই হবে বন!