ডিজিটিাল দেশে-দেশে
বদলে গেছে আন্দোলনের ধারা,
নির্মমতার ভয়াল থাবায়
মানবজাতি হয় না পাগলপারা!


মিথ্যাচারের ধুম্রজালে
সত্য-মিথ্যা যায় না এখন বোঝা,
বীজগণিতের সমীকরণ
হৃদয়ঙ্গম নয় তো তেমন সোজা!


মুখোশের অন্তরালে
গর্বভরে বসত করে ঘৃণ্য বর্ণচোরা!
ক্ষমতার পক্ষপুটে
খাচ্ছে লুটে প্রবল রেসের ঘোড়া!


সেবকের ছদ্মবেশে
ধরছে এসে সন্ত্রাসী নাম দিয়ে!
প্রকৃতির ঘূর্ণিঝড়ে
মরছে ডরে বুকের ব্যথা নিয়ে!


প্রচারের ডামাডোলে
ক্ষণেক দোলে, ভুল ভাঙ্গে তারপরে,
অন্ধকারের অশ্বারোহী
মরণ খেলা খেলছে নির্বিচারে!