আমার দেশের রাজনীতিবিদ
সকাল-বিকাল গায় নানা গীত,
নানান রঙের ফানুস উড়ায়
গ্রীস্ম, বর্ষা নেই রে শীত!


মিথ্যা কথা বলেন সদা
সত্য নাকি বলে হাঁদা!
শরম-লজ্জা ধুয়ে মুছে
তারাই এখন নগ্ন ধাঁধা!


ভাল আছেন বড় দাদা
মাথার উপর ঘুরান গদা!
হাড়-হাভাতে গণ মানুষ,
ওরাই নাকি মূর্খ গাধা!


রাত-দুপুরে খুলে কপাট
প্রজার অর্থ করেন লোপাট!
করেন যদি কেউ প্রতিবাদ
মারেন গুলি ঘট-ঘটা-ঘট!


এমনি করেই চলছে বাসর
জমান ভালই রাতের আসর!
ভুল করিয়াও ভাবেন না কেউ
মরার পরেই আছে হাশর!



"গজব" ভিন দেশী ভাষা।
যার বাংলা অর্থ দঁড়ায় শাস্তি!