জীবনের সাথে জুয়া খেলার মজাই আলাদা!
জামানা বদলে গেল চোখের সামনে!
সত্য প্রমাণিত হলো সেই প্রবাদ বাক্য-
“লিখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে!”


এখন বিলাসী জীবনের চলে বিজয় উৎসব!
দেখো না! মাদক দ্রব্যের কেমন প্রসার!
গুলশান-বনানী, বাড়ি-গাড়ি, হাজারো নারী!
চলে পরকীয়া-ব্যভিচার, রমণীর অভিসার!


কোথা হতে আসে টাকা এতো কাঁড়িকাঁড়ি?
সুদ-ঘুষ, চুরিদারী! প্রকল্পের বাড়াবাড়ি!
ছিনতাই-রাহাজানী! আছে পেশাদার খুনী!
যে যত বড় অপরাধী, সেই হয় মধ্যমণি!


কলমের একটা খোঁচায় স্বর্গ রচিত হয়!
তোমরা দেখোনি ভোট চোরাদের জয়?
মনোনয়ন বাণিজ্য! আসলে জনতাই বর্জ্য!
জ্ঞানী-গুণী, নেতাগণ করে কত সহ্য!


প্রতারণা-ধোঁকা-মিথ্যা প্রতিশ্রুতি “অলঙ্কার!”
যে যত ভালো বোঝে, নেই তার হাহাকার!
শান্তির বাণীর সাথে মিলাও না একবার,
তোমার খড়গের নীচে রইল গর্দান আমার!