ইদানীং ভানুর কৌতুকের সে কথা
প্রায়শ হৃদয়টাকে নাড়া দিয়ে যায়!
তবে, তখন যে রকম মজা পেতাম,
এখন আছি তার একদম বিপরীতে!
বিশেষ করে তাঁর সেই কৌতুকটার
বিষয়, দেখি শালা চোরই কি করে!


তবে, আশার বচন, গ্রামবাসী এখন
বাঁশকাঠ নিয়ে, প্রায়ই হৈ চৈ করছে!
কিন্তু কষ্টের কথা চুরিদারী বন্ধ নেই!
তবে আশ্চর্য বিষয়, কানাঘুষা শুনছি
ওরা নাকি বেওয়ারিশ-ঠিকানাবিহীন!
চুরি করে, এমন ভাবে পালিয়ে যায়,
যেন, ওরা মানুষ নামেরই কেউ নয়!


চৌকিদারের ভাবসাব দেখে মনে হয়
ওদের খোঁজ করাই মস্তবড় অপরাধ!
বলে, গতরে এমন ভাবে তেল মাখে,
পাকড়াতে গেলে পিছলে কেটে পড়ে!
ফের নাকি, হুমকি দেয় জোরেসোরে!
খোঁজ-খবর করলে নাকি খবর আছে!
বাকরুদ্ধ-অসহায়রা এখন কি করবে ?