হাজার দুয়ারী ঘরের খুলে দিলে সব দ্বার!
আগে-পিছে, ডানে-বামে না করে বিচার;
মুক্ত হাওয়ায় হবে সুশীতল রাজার প্রাসাদ
দীর্ঘায়ুর আশায় করে রাজা স্বার্থের আবাদ!


কখনো শীতল বায়ু কখনো আসে মহাঝড়;
সাথে আসে ধুলা-বালি, জঞ্জালে ভরে ঘর!
চড়ুই-বাবুই আসে আরো মৌমাছি-মধুচোর
মশা-মাছি, ফড়িং এসে করে বিরক্ত-শোর!


অবশেষে আসে সাপ! নেউলেরও শুরু বাস;
শুরু হয় মহা রণ! পায় অশান্তির আভাস!
গৃহদাহে বাড়ে জ্বালা কে যে কবে হবে লাশ
সবাই বানাইতে চায় অপরকে অনুগত দাস!


শেষে চিপার মাঝে পড়ে খোঁজে মুক্তির পথ
কি করে সামাল দিবে হাজারো ধারার মত!