হে বিপ্লবী প্রজন্ম-রইল স্নেহাশীষ;
আলোকিত রেখ প্রিয় বাংলাদেশ।
আঙিনাকে-অন্ধকার করলে গ্রাস!
আরশোলা নীরবে গড়বে আবাস!
সীমানা দিয়ে যদি, ঢুকে অজগর!
সাগরও সাঁতরিয়ে আসবে হাঙ্গর!
আসমানে ভাসবে, শকুনের ঝাঁক!
নিরন্তর হানা দিবে, অশ্রেয় কাক!
অতন্দ্র প্রহরী হয়ে, রাখিও খোঁজ,
নি:স্ব কে নিয়ে করো সান্ত ভোজ;
সততারে করোনা মোটে পরিহার-
দেশটারে ভেবো-আপন পরিবার।
নিষ্কর্মা না থেকে বাড়াইও সম্পদ-
তবেই রইবে সব-নিত্য নিরাপদ।