বন্ধু তুমি রক্তে রাঙ্গা কৃষ্ণচূড়া ফুল;
ঝুমকো লতার মতই দোলাও বেলি ফুলের দুল।
সুশীল মেয়ের মত থেকো, ফুটাইও না হুল!
মোমের মত মনটা তোমার, ঠিক যেন পুতুল।


সেদিন মিষ্টি করে বললে হেসে, শোন হে বুলবুল-
ভালবেসে তোমায় আমি করিনি তো ভুল,
আলতো করে খুলে দিলাম তোমার খোঁপার চুল।
বন্ধু তুমি রক্তে রাঙ্গা কৃষ্ণচূড়া ফুল!


প্রেম করেছো বেশ করেছো, হারাইও না কুল!
তুলতুলে গাল স্বপ্নে মাতাল, চক্ষু ঢুলুঢুল;
শেকড় থেকে ছিটকে গেলে হবেই পথের ধুল!
পথ হারালে দুঃখ পাবে, চড়তে হবে শূল!