কত দিন দেখিনি তোমার কাজল কালো চোখ
ইচ্ছে করে তোমায় নিয়ে হারিয়ে যাই স্বপ্নলোক।
মনে পড়ে সেই সে কথা, স্মৃতিতে যা অমলিন
সবুজ বীথির শান্ত ছায়ায় কেটেছে কতটা দিন।


বর্ষণমুখর শ্রাবণ দিবসে ভিজিয়াছি কত ক্লান্তিহীন
শীতের শিশির মাড়িয়ে গিয়েছি শুনতে মধুর বীন;
কুয়াশা আমায় জড়িয়ে ধরেছে নিসর্গে হয়েছি লীন
চৈতি রোদের উত্তাপ ভেঙ্গে যাওয়াটা ছিল কঠিন!


তবুও গিয়েছি হৃদয়ের টানে, ছিল নাগো অভিনয়
দুঃখ আমার! কেন যে হয়েছিল দু’জনার পরিচয়!
তুমি নেই আজ সেই সে প্রান্তে, চলে গেছো বহুদূর
তুমিহীন আমি হারিয়েছি প্রেম, হারিয়েছি সেই সুর!