আমি যদি সত্য বলি-
তুমি ঝলসে যাবে সময়ের উত্তাপে!
আর যদি মিথ্যার সাথে আপোষ করি
হারিয়ে যাব নিকষ কালো অন্ধকারে।
তোমার ভাবনাগুলো কল্পনগরে ঝড় তোলে,
আমিও ফানুস উড়িয়ে জয় চাই মর্ত্য লোকে!
অথচ তারাগুলো পেরোলেই আরেকটা নগর;
যেখানে ভিন্ন স্বাদের গল্প আছে-
তোমার অামার ইচ্ছে যাকে ব্যঙ্গ করে!


বিশ্বাস আর অবিশ্বাসের মোহনার একটু দুরে
উজানে বৈঠা মেরে নোংরা জলে মুক্তো খুঁজি!
আলোর উৎসগুলো ঘুরে যায় সকাল বিকাল
তবুও অন্ধকারকেই সত্য ভেবে ভালবাসি!
কলো কালো রাত্রিগুলো সুখের পিয়ালা নিয়ে
ঠায় দাঁড়িয়ে আছে আমারই চৌকাঠ জুড়ে;  
ওরা চায় আমিও হারিয়ে যাই কালের স্রোতে!