অতঃপর একদিন বদলে যাবে জীবনের গল্প;
অজস্র মানুষের ভীড়ে বেড়ে যাবে উৎকন্ঠা,
সময় যেন আর কিছুতেই ফুরাতে চায় না!
কি হতে যাচ্ছে, ক্রমেই উতলা হচ্ছে মনটা।


অবশেষে সময় মিলে গেলে আসবে ঘোষনা-
শুরু হবে প্রতীক্ষিত মহাবিচারিক কার্যক্রম;
শুরু হবে আহাজারি! সবারই মনে আতঙ্ক
সূর্যের উত্তাপে ঝরঝর ঝরবে ঘাম হরদম!


বিনা বিচারে পার পাবে সত্যের সাধকগণ;
বুঝেছিল যারা, দুনিয়ার জীবনটা মূল্যহীন,
অকুন্ঠ চিত্তে পালন করেছিল ত্যাগ-সংযম
অকাতরে মেনে নিয়েছিল বিধাতার বিধান।


জালিম-অবিশ্বাসী বিনা বিচারে পাবে রায়,
যাদের আবাসন হবে জ্বলন্ত চুল্লি, জাহান্নাম;
মরণ বিলুপ্ত হবে; শাস্তি চলবেই অনন্তকাল
আফসোস করে আর পাবে না সুখের ধাম।


পরিশেষে, যারা উদ্বৃত্ত রবে হাশরের মাঠে
কঠিন বিচারে রায় দিবেন প্রভূ নিজ হাতে,
আমলনামাতেই রক্ষিত আছে সকল প্রমাণ
কেউ হবে জাহান্নামী কেউ যাবে জান্নাতে।