রাষ্ট্রচিন্তা করছি না আর;
কারণ, আমি যোগ্য নই,
রাষ্ট্র নায়ক তারাই হবে
হাওয়ায় যারা ভাজে খৈ!


মিথ্যা বলা নয়তো সোজা
তবু বলতে হবে অনর্গল!
বানে ভেসে মরলে মানুষ
বলবে তুমি কোথায় জল!


নিজের পকেট ভরে আগে
দেশের ভাবনা করো কম,
ভোট যুদ্ধে জেতার তরে
হতেই হবে তোমায় যম!


নীতির বড়াই বেশি করে
তোমরাই করবে বিসর্জন,
দুশমন যত করতে দমন
কমিয়ে দাও তার ওজন!


অর্থ দিয়ে কাক জোগাতে
ফাঁদ পাতো নানান ধরণ,
দেখবে তুমি জিতে গেছো;
মুক্ত তোমার রাজ-আসন।