সময় চলে সরল পথে
খোদার বিধান মেনে,
সময় নয় ক্রীতদাসী
খবরটা নাও জেনে।


মানুষ চলে উল্টোপথে
উদোম করে দেহ,
সময়কে দোষ দিও না
ভুল করিয়া কেহ।


সময় চলে সোজা পথে
উল্টো চলে পরী,
আত্মহনন করে মানুষ,
বৃথাই ঘোরায় ছড়ি!


হাত বাড়ালেই পাচ্ছ নারী
পরকীয়ায় বিলাও শাড়ি,
ঘুষের টাকায় বানাও বাড়ি
চুরির টাকায় গাড়ি!


সুরা গীতি সাথে নিয়ে
প্রথা ভেঙ্গে প্রতিরাতে,
অসভ্যরাই প্রীতে মাতে
পাপের মোহনাতে!


মেধা নিয়ে করছো বড়াই
ধুঁকছে রে অবনী,
এই যদি হয় সভ্যতা হায়!
অসভ্যতা কি?