বৈদ্য আসবে পরশু দিন
সবুর কররে ধুর-বেদ্বীন,
কৈশোর জুড়ে খেয়ে নুন
এখনো গায় তারই গুণ?


কান্নাকাটির নেই কিছুই
অনেক টাকার দিব জুঁই,
যন্ত্র-মন্ত্র! আসবে নিয়ে
ভাল হলেই দিব বিয়ে।


মনের কষ্ট মনেই রাখ,
ডলার পাবি লাখ লাখ!
ধৈর্য ধরে ঘুমিয়ে থাক,
রবেনা আর শিরে টাক!


তাই শুনে বাজায় ঢাক!
বসল এসে কাল কাক!
কাকের গাদে টাক্কু টাল
দিবানিশি তালবেতাল!


কাক্কু তখন কেঁদেই খুন!
ঔষধ ভেবে খেলো চুন!
চুন খাইয়া পুড়ালো মুখ
রইলো না কপালে সুখ!