অখন্ড ভালবাসায় সিক্ত হয়ে তুমি
হে আমার জন্মভুমি প্রিয়তি হয়ে থেক,
সুখের অনুভুতির সৌরভ ছড়িয়ে দিয়ে
হৃদয়ের মনিকোঠায় জনতাকে রেখ।


সংবেদনশীলতার কেন্দ্র বিন্দু হয়ে
মমতার আঁচলে ঢেকে সুশীতল রেখ,
সকলের ললাটে ভালবাসা চুমে দিয়ে
প্রশান্ত বাসর গড়ার স্বপ্নটি এঁকো।


চঞ্চলা নদীর মত স্রোতস্বিনী হয়ে
সুখের আবাস আমার মোহনীয় করো,
সুরের মাধুরী হয়ে হৃদয়ের কাছে টেনে
ফাল্গুনী আদর হয়ে জড়িয়ে ধরো।


শ্রাবণের ধারা হয়ে কষ্ট ধুয়ে দিয়ে
প্রণয়ের রঙধনু হয়ে তুমি আল্পনা এঁকো,
মায়াবী চাঁদের মত আলোর ঝর্ণা হয়ে
শীতের ওমের মত সুখ হয়ে থেক।


সোনালী ধানের শীষে আবেগী ঢেউ
হয়ে রূপোসী বাংলার বধুয়াকে ছুঁয়ে যেও,
পৌষের কুয়াশা হয়ে প্রখরতা ঢেকে দিয়ে
বিজয়ের আনন্দটুকু বিলিয়ে দিও।