বৈরী পৃথিবী শোনে মাসুমের কান্না
মানুষের লাল খুনে বয়ে যায় বন্যা!
রুদ্র জালিম হাসে বিজয়ের আনন্দে
অশান্তির আগুন জ্বালে নৃত্যের ছন্দে!


মানবতা থমকে যায় জনতার দ্বন্দ্বে
পাষাণও বিপন্ন হয় বারুদের গন্ধে,
নির্লজ্জতা বাসা বাঁধে সমাজের রন্ধ্রে
সভ্যতার শত্রু মাতে ভয়াল চক্রান্তে!


শিশুরা ভুলে যায় অনাবিল হাসতে
ভুলেছে আঁচল ছায়ে নির্ভয়ে ঘুমাতে!
শিশুপাঠে মন নেই খুঁজে ফিরে অস্ত্র
মুগ্ধ শয়তান ভাবে হেরে গেছে শাস্ত্র!


অথচ, স্রষ্টা দেয় ক্ষণিকের অবকাশ
কোরানে জানিয়েছেন তিনি পূর্বাভাস,
শয়তান জেনে বুঝে নেয় প্রতিশোধ
প্রতারিত ব্যর্থ হয় গড়তে প্রতিরোধ!