হেমন্তের সীমান্তে দাঁড়িয়ে শুনি
শীতের আগমনী বার্তা!
কেঁপে উঠে হৃদয়! যখন ভাবি,
অসহায় পথকলি বিবস্ত্র প্রায়!
অথচ, আমরা আজ বহুতল ভবনের কর্তা!
নিজেকে নিয়ে বড় ব্যস্ত!
মানি না বিধাতার শাস্ত্র!
কল্যাণকামী মনটা মরে গেছে সেই কবে,
তাই তো মনে হয়, বৃথাই এসেছি ভবে!