তুমি খাওয়াও, তুমি বাঁচাও
সৃষ্টি করে তুমি,
বৃষ্টি দিয়ে, ফসল দিয়ে
সজীব করলে ভূমি।


জীবন ভরে পাপ করেছি
মানছি এবার হার,
গোনাহ্’র খাতা করলে ক্ষমা
তবেই পাবো পার।


এতই গোনাহ্ করেছি যে
নেই তুলনা তার,
কেমন করে চাইবো ক্ষমা
ভুল করি বার বার!


হায়রে আমি বড়ই অধম
বুঝেও বুঝলাম না,
জাহান্নামের আগুন থেকে
চাই তবু পানাহ্।


তওবা করে বলছি খোদা
করবো না আর পাপ,
দয়ার সাগর আল্লাহ্ আমায়
করে দিও মাফ।