সম্প্রতি ঘটেছে একটা পৈশাচিক ঘটনা!
যা শুধু অবিশ্বাস্যই নয়, অসম্ভবও বটে!
তবু সম্ভব হয়ে গেছে এই সমাজে!


আগে শুনতাম পেশাদার খুনীরাই
খুন করে অর্থের বিনিময়ে!
অতঃপর ছড়িয়ে পড়ে সবার মাঝে!
নবীজী’র হাদিসে পড়েছি, “হারাম খাদ্যে
প্রতিপালিত সন্তানরা খুনী হয়।”
এ ঘটনা নিশ্চয়ই তারই প্রতিফলন।


চার বছরের সুমনা খেলছিল তারই
ছোট ভাই তিন বছরের রাজিবের সাথে।
তাদের মাঝে খুনসুটি হতেই পারে,
তারই প্রেক্ষিতে ভিন পরিবারের
বারো বছরের নাঈম, সুমনাকে-
গলা টিপে হত্যা করে ঘাড়ে করে তুলে
নিয়ে যায় পাশের নির্মানাধীন দালানে!


ফিরে এসে আবার মিশতে থাকে,
খেলতে থাকে আবার সবার সাথে!
এটাকে কি স্বাভাবিক বলতে হবে!
পরবর্তীতে লাশের পচন শুরু হলে বালির
বস্তা খালি করে তাতে লাশ ভরে রাখে!
হায়! এতো কল্পনাকেও হার মানায়!


নাঈমের বাবা-মাকে থানায় যেতে হয়
নাঈমকে সাথে নিয়ে জিজ্ঞাসাবাদের তরে।
অবলীলায় স্বীকার করে নাঈম নিজমুখে!
কথার পৃষ্ঠেও কথা থাকে,
ঘটনার পরও ঘটনা উন্মোচিত হয়,
সেটাই এখন দেখার বিষয়!
নাঈমের বর্ণনা যদি সত্য হয়,
তবে সমাজ, বিষয়টাকে কি ভাবে নেবে?


বিঃ দ্রঃ-২০/০৩/২০ তারিখের একটি দৈনিকে প্রকাশিত হয়েছে,
সম্প্রতি পাবনা জেলার ফরিদপুর থানায় নাকি এ ঘটনাটি ঘটেছে!