পদ্যনাশা নদীর পাড়ে
এক পাগলে বসত করে,
মাঝে মধ্যে এদিক-সেদিক চেয়ে-চিন্তে খায়!


দশ গেরামের বাড়ি-ঘরে
গদ্য মার্কা কর্ম করে!
একদিন না পেলে খাবার বকতে বকতে যায়!


গায়-গতরে নাদুস-নুদুস
দ্বীন-দুনিয়ায় বেজায় বেহুঁশ!
নাম খানা তার শ্রুতি মধুর ভীষণ চমৎকার!


পোশাক-আশাকে ফিট-ফাট
কথা-বার্তায় দারুন ডাঁট!
ভাবখানা তার এ তল্লাটে একাই জমিদার!


তার দাপটে লাগে ভয়
বিশ্ব বুঝি করবে জয়!
বিপদ বুঝে অশ্রু ছেড়ে করে অভিনয়!


পড়বে যেদিন যমের হাতে
যাবে কোথায় রাত-বিরাতে,
নিথর দেহ পড়ে রবে জীবন হবে ক্ষয়!