বিচিত্র পৃথিবীতে দেখি বৈচিত্রের বাহার!
মনের মাঝে পুষে বিদ্বেষের পাহাড়!
তারপরও মিলে না যেন শান্তি!
ঘিরে রেখেছে তারে ভ্রান্তি!


এতো সভ্যতা নয়-সভ্যতার অবশেষ!
নেই প্রেম, আছে ধ্বংসের খায়েশ!
নেই মুক্তির পরিপাটি ভাষা-
পরাস্ত মানবতার আশা!


প্রয়াত সুনীতিরা করে নারে কলরব!
স্বপ্নময় কবিতা হারিয়েছে সব!
বালুচরে আলেয়ার মেলা-
ভেসে গেছে ভেলা!


বসন্তের আবেদনে কোকিলের অভাব
প্রেমের আকালে হারায় স্বভাব!
নষ্ট মন তাই করে রোদন-
ঝরছে হৃদের বেদন!