হে শুদ্ধাচারী জনতা, ভাবতে পারো কি?
বিজাতীয় গানের তালে নৃত্য করে যারা
মাতৃভাষা শহীদের মিনারে সম্মান জানায়,
তাদের কাছে আগামী প্রজন্ম কি শিখবে?


বিশুদ্ধতা কি আজ প্রশ্নের সম্মুখীন নয়?
এটা যদি নৈতিকতার অবক্ষয় নাই হয়,
তবে, চেতনার পচনশীলতা কারে কয়?
এ ভাবে হবে কি তবে, স্বপ্নের বিশ্বজয়?


একি রুচি-জ্ঞানের বিলুপ্তির আভাস নয়?
শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের কি বিচিত্র সুত্র!
একি বিভ্রান্তি নাকি অপূর্ব(!)চমৎকারিত্ব?
ক্রমেই কি জড়িয়ে যাচ্ছি  ভ্রান্তির জালে?


শিষ্টাচারের উত্তরণে মূল্যবোধ আগামীতে
তবে কি উৎসর্গিত হবে শয়তানের পায়?