নিশীথে উঠেছে প্রচন্ড ঝড়!
প্রলয়ে ভেঙ্গেছে সুখের ঠিকানা
মরে গেছে অন্তর!


নতুন ঊষা উঠবে কি আর!
জোয়ারে ভেসেছে প্রেমের স্বর্গ
ডুবে গেছে প্রান্তর!


আহত পাখির ভাঙ্গিয়াছে ডানা!
পাবে না ফিরে সে আপন ঘর
প্রেয়সী হয়েছে পর!


অজানা শঙ্কা করিয়াছে গ্রাস!
হৃদয়টা হয়েছে শোকে কাতর,
মানুষ তো নয় পাথর!


অমানিশা যদি বাঁধে বাসর!
কুয়াশা ছড়াবে ভয়ের চাদর,
হারাবে প্রেম-আদর!


বর্ণবাদের প্রিয়তা আজকে
পেয়ে গেছে বিশ্বময় কদর,
সাক্ষী থাক ভাদর!