অবজ্ঞা আর অবহেলায়
ফেললে যারে ছুঁড়ে,
আর কি স্বার্থ বাকি আছে
খুঁজছো কেন তারে?


মাঘের শীতে দাওনি কাঁথা
এখন গ্রীষ্মকাল,
রোদ্রে পুড়ি, খরায় মরি
কি করবো শাল?


ভাদ্র মাসে তাল পাকলে
না হয় দিও পিঠা,
মায়ের হাতে মজা ছিল
লাগতো ভীষণ মিঠা।


বর্ষাকালে বানিয়েছিলাম
শক্ত হাতে ভেলা,
সেই ভেলাতে ওপার গিয়ে
মারলে কষে ঠেলা!


আরকি ন্যাড়া যায়রে ভুলে
তোমাদের বেলতলা,
শেষ বেলাতে চাই না খেতে
আশ্বিনে কান মলা!