উদাসী মাঝির মনে সংশয় করেছে ভর;
কুয়াশায় ছেয়ে গেছে জেগেছে হৃদয়ে ডর!
বাতাসে বেড়েছে বেগ, ঘনীভূত হয়ে মেঘ
স্মৃতির জানালা পথে ছুঁয়ে যায় ঢের আবেগ।


প্রাণের আকুতি বুঝি বলে যেতে চায় কিছু
মোহনার কাছে এসে অমানিশা নেয় পিছু!
তরণী পুরনো ঢের, বাতাসে ছিঁড়েছে পাল;
ক্ষয়ে গেছে ঘর্ষণে ভেঙ্গে যেতে পারে হাল।


উথাল পাতাল নদে ভয়াবহ ঢেউ দোলে
বিজলী চমকে যেন ছাই হবে অবনী জ্বলে;
ঠুনকো মানুষদের অহমের কি দাম আছে!
তবুও ছুটে চলো মরীচিকার পিছে পিছে!


সমকাল পায়ে দলে সুখের প্রদীপ জ্বালো!
এতো সোজা নয় জেনো জীবনের বাঁকগুলো;
সময়ের মিটাও দাবী, দুঃখ হোক যত কালো
অতীতের কালি মুছে আগামীকে দাও আলো।