ক্রমশ ছোট হয়ে আসছে পৃথিবী;
ছোট হয়ে আসছে মায়াভরা হৃদাকাশ!
অরণ্যপথে ক্রমাগত হেঁটে যাই উদ্দেশ্যহীন!
শুনি মৃত্তিকার গভীর থেকে উঠে আসা
অগনিত পাপাত্মার করুণ আর্তনাদ!


সহসা আঁৎকে উঠি মনের আয়নায়
ভেসে উঠা নিজের ভয়ার্ত চেহারা দেখে!
উতলা হয়ে উঠি আগামীর নিরস ভাবনায়!
স্বপ্নহীন হয়ে উঠে জীবনের স্বচ্ছ নীলাকাশ,
চাঁদের কলঙ্কও করে যেন বিদ্রুপ!


হেরে যাই অনিন্দ্য সত্যের কাছে;
স্বর্ণোজ্জল ইতিহাসের পাই নন্দিত সুঘ্রাণ!
সে গাথা ভুলবার নয়, কি শালীন বিস্ময়!
উদাসী মনটা পলকে ফিরে যায় অতীতে,
যেখানে শুয়ে আছে পরশ পাথর!


আমার না বলা কথার মালাগুলো
হয়তো শুকিয়ে যাবে রুদ্র পাপের আঁচে!
আহা! পৌঁছাতো যদি আরশাধিপতির কাছে;
হয়তো বা খুলে যেত মুক্তির রুদ্ধ দ্বার,
রহিত করতো প্রভু পাপ সমাচার।