প্রত্যাশার পরিধি যদি বিস্তৃত হয়;
স্বপ্ন ডানা মেলে দিগন্ত পেরিয়ে,
চাঁদ কে বলে, এসো পর্ণ কুটিরে।


প্রেমের জন্ম হয় হৃদয়ের গভীরে
আবেগ কবিতা হয়ে করে গুঞ্জন,
ভ্রমরের মত উড়ে কুঞ্জবনে।


অলখে কথা বলে অদেখা কায়ার সাথে
প্রেমের কবিতা পড়ে আপনার মনে,
নীরবে কাটে প্রহর গুঞ্জরনে।


রাখালী বাঁশির সুরে হৃদয় হারায় দূরে
কোকিলের কুহুতান, উদাস করে প্রাণ,
নিসর্গ কাছে টানে হিমেল সমীরে।


সবুজ পল্লবে ফুল ফোটে অগোচরে
হৃদয়ে দোলা দেয় সৌরভ হেসে হেসে;
বলবে কি ভালবাসি স্বলাজে কাছে এসে!