তখনো আসমানটা মেঘে ছিলো ঢাকা;
অথচ, প্রত্যাশার উচ্চাশা বড়ই বনেদি!
আচমকা ঘূর্ণিবাত্যার দাপটে শুরু হলো
মিলনের মোহনায় প্রাণঘাতী জলোচ্ছাস!


ছিটকে দূরে সরে গেল প্রণয়ের বাসনা!
পড়ন্ত বিকেল কেমন বিবর্ণ হয়ে গেল,
অতঃপর নেমে আসবে ঘন অন্ধকার!
মৃত্যুর নিরবতায় থমকে যাবে জীবন!


রাতের গভীরতা বেড়ে গেলে হতাশার
কালো ছায়া কেড়ে নিবে সুখের আলো!
সলিল সমাধি হবে বুঝি প্রেম সাধনার!
উদ্বাহ পাবে না ফিরে সোনালি প্রভাত!