ইচ্ছেরা বড়ই লাগাম ছাড়া-
প্রশ্ন করে মুক্তির ঠিকানা কোথায়?
বেয়ারা শিশুর মত বায়নার ছলে
গণতন্ত্র, স্বাধীনতার সংজ্ঞা জানতে চায়!


অশান্ত বসুধার বিপন্ন মূল্যবোধগুলো
যেভাবে বেঁচে থাকার আকুতি জানায়,
আমার অতন্দ্র ইচ্ছেগুলো খুঁজে মরে সান্ত্বনা
ছিন্ন-ভিন্ন দর্শনের গভীরে শান্তির বারতা চায়!


আমার সন্দিগ্ধ ইচ্ছেরা বিলাপের ঝড় তোলে
দেশে দেশে মানবতার অকাল মৃত্যু দেখে!
রহস্যের গন্ধ পায় অশুভ কৌশলের ঢলে
ব্যর্থ নেতৃত্ব নিজেকে আড়াল করে অপরং মেখে!


প্রগতির ধ্বজাধারী এখন ছন্দহীন সংহার দোষে
ওদের নিষ্ফল আষ্ফালনে জনগণ হাসে!
শেকড়ের দোহাই দিয়ে বর্ণমালার মালিকানা চায়
অথচ-অসংযত পাষন্ডতা-অসত্যের জোয়ারে ভাসে!


আমার জ্বালাময়ী ইচ্ছেগুলো সভ্যতা মন্থন করে
সত্যের নির্যাস টুকু বিশ্ব জনপদে ছড়াতে চায়,
তখনই ছদ্মবেশে মুখোশের আড়াল থেকে
বাজি জিতে রাজ্য পেতে সংঘাত ছড়িয়ে দেয়!