কোরআনের সাথে করিও না বেয়াদবি;
এমন কোন গ্রন্থ নেই যা এমন নির্ভুল,
প্রমাণিত সত্যকে কেন করছি অবহেলা
যেখানে আছে মুক্তির কথা; ভরে দিল্ ।


রচয়িতা যার মহান রাব্বুল আলামিন;
তাঁকেও ছাড়ি না, কত করি অসম্মান!
অবিশ্বাস করলে ধরণীতে আসবে গজব
হতে হবে অবিশ্বাসী-অকৃতজ্ঞ-বেঈমান!


কোরআন শুধু গ্রন্থই নয়, জীবন বিধান;
এমন কোন আইন নেই, যা এর সমান,
শান্তির সূতিকাগার, আল্লাহ্’র মহৎ দান
দুনিয়ার শেফা, জান্নাতের মহা সোপান।


যাহার সাথে যুক্ত রয়েছে রাসুলের নাম;
সেই সত্য সত্ত্বার সাথে করছি অশিষ্টতা!
এসো সেই রাসুলের প্রেমে নিবেদিত হই
তবেই হবে ঈমান বলিষ্ঠ, আসবে শুদ্ধতা।