এমন কিছু লোক আছে, রুমালে চোখ মুছে
দুঃথ দুঃখ মুডে বয়ান করে কত কিচ্ছা!
রিলিফের গম বেচে, দামী দামী গাড়ি কিনে
সময় সুযোগ বুঝে উপহার দেয় ঢের ইচ্ছা!


আহারে! দরদী মন, ক্ষণে ক্ষণে করে পণ
বিপদ-আপদ এলে পাশে রবে আজীবন!
কিছু যদি ভুল হয়, করজোড়ে ক্ষমা চায়
দরাজ কন্ঠে বলে, দুঃখ নাশে করবো রণ!


লেনিনের উদ্ধৃতি দিয়ে হয় আব্রাহাম লিঙ্কন!
নিজেকে ভাবে সেরা! ভাবে ভালবাসে জনগণ!
উজাড় করা ভালবাসা, করে তারা বিতরণ
অগোচরে তারা ভিন্নভাবে করে জীবন যাপন!


গভীর স্বপ্নে, নীরবে ছক কাটে, কত মহাজন
সুখের সংজ্ঞা খুঁজে, ভাবে না আসবে মরণ!
গাঁয়ের নিবিড় ছায়া, দেখে মনে জাগে মায়া!
পাজেরো ছেড়ে বুকে টেনে নেয় ভোটের কারণ!


ভোট শেষে ভুলে যায়, কারা ছিল পাহাড়ায়
আহারে! কি রাজনীতি! স্বার্থেই করে বিভাজন!
অচিরেই ভুল ভাঙ্গে, দুঃখ প্রকাশ করে জনগণ!
কার তরে মরে তারা! সব কিছু হয় যেন প্রহসন!