নাগরিক টিভির “বোকাই” প্রশ্ন করে-
“মুক্তিযুদ্ধের নাম নিয়ে মাইর দিলেই
কি মাইর জায়েজ হইয়া যায়?”


নিয়মের ধারা ভীতির দেয়ালে রুদ্ধ হলেও
সুশাসনের প্রত্যাশা অধিকারেরই আরেক নাম;
যদিও সমালোচনা পরিবর্তনেরই পূর্বশর্ত।


অথচ, জাতীয় স্বার্থ যখন হুমকির সম্মুখীন!
সৃষ্টির শ্রেষ্ঠরা যখন আস্থার গভীর সঙ্কটে!
সম্ভাবনার সকল দুয়ার তো বন্ধ হবেই।


হিটলারের দম্ভ সত্বেও জয় ছিল নিঃসীম দূর!
আর অমিত্রের বিজয়ের মূল সত্যই ছিল;
“অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সঙ্গত।”


আর সে কারণেই বিস্ময়কর উত্থানের মাধ্যমে
হাসবে সত্যের সৈনিকদের মৃত্যুঞ্জয়ী কাফেলা।
তখনই ভেসে যাবে অহমিত বালির বাঁধ।



বিঃ দ্রঃ -
(নাগরিক টিভির “বোকাই” প্রশ্ন করে-
“মুক্তিযুদ্ধের নাম নিয়ে মাইর দিলেই
কি মাইর জায়েজ হইয়া যায়?”
সুত্রঃ- ইউ টিউবঃ-ডাকসু ভবনে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি |
Rumeen Farhana | Nurul Haq Nur
Dec 25, 2019)
https://www.youtube.com/watch?v=vHNSklfDOLY