বুকের মাঝে আগুন পুষে করছি নরকবাস,
ইচ্ছে করে সাগর শুষে আবাদ করি সবুজ ঘাস!
মাঝে মাঝে আকাশে দেখি ভয়াল কাল মেঘ,
কেউ কেউ বলে, ঘর ভাঙ্গা ঝড়ের পূর্বাভাস!


কলমে শান দেয়ার বয়স আজ আর নেই!
ইচ্ছে ছিল ইতিহাসের পোষ্ট মর্টেম করে
লিখে রেখে যাব এ বিশ্বের নতুন ইতিহাস !
কিন্তু, ওরা ওদের মত লেখা করিয়াছে শেষ!


আবার নাকি অনেক বড় ভূমিকম্প হবে!
হতে পারে শৃঙ্গ ছোঁয়া প্লাবন, সুনামিও!
ওদিকে মধ্যঞ্চলে হিসাব-নিকাশ শেষে
আমি আজও পড়ে আছি পর্বত পাদদেশে!


প্রাপ্তিটা নিশ্চিত হলেই থলের বিড়াল বেড়িয়ে
ঠিক ফিরে যাবে দেখো তাহাদের সীমানায়!
কেবল তখনই আসবে ফিরে কবরের শান্তি!
মিটে যাবে একেবারে সকলের চির ক্লান্তি!


এক সময় ইতিহাস বেত্তারা সেখানে গিয়ে
খুঁজে পাবে কিছু জীবাস্ম আর রক্তের দাগ!
আমার ভোঁতা কলমে লেখা হবে না আর
পোষ্ট মর্টেম করা ইতিহাসের ইতিহাস!