দুনিয়ার তরে আশা করে শিখি ভাষা!
কেউ বা একধাপ এগিয়ে খেলে পাশা!
অবশেষে হারিয়ে ফেলে পথের দিশা!
যেমনটি হারিয়েছে হামলা করে রাশা!


দুনিয়ার তরে কতকিছু করি অকারণ!
খারাপ বলিয়া, করছে না কেউ বারণ!
দ্বীনের কথা ভুলে গেছি, তবু মহাজন!
পরকালের কথা, করি না কেউ স্মরণ!


এসেছে রমাদান; অভাবী মানুষ কত!
তবু করি না দান! চলি কঞ্জুসের মত!
বললেই আল্লাহ’র কথা করি প্রতিহত!
অথচ কত দাম্ভিকরা হয়ে গেছে গত।


ইচ্ছে করে মিথ্যে বলি! মাড়িয়ে সত্য,
পীড়ন করি! মজলুমের উপর অকথ্য!
স্বয়ং রাজা ভেবে, অন্যকে ভাবি ভৃত্য!
এই পবিত্র মাসেও বদলায় নারে চিত্র!