সুবিচারের প্রত্যাশা যারা হৃদয়ে লালন করে-
তারা যারাই হোক না কেন এই বসুধার;
দ্বিখন্ডিত জনস্রোতে তারাও শামিল হবে,
রবে না সেখানে তৃতীয় ধারার অস্তিত্ব।


এখানে বিস্মিত হবার মত তেমন কিছু নেই,
সত্য-মিথ্যা কিংবা ভালো-মন্দের দ্বন্দ্ব সুবিদিত;
কেউ চায় ওপারের শান্তি, কেউ ভোগে অস্থিরতায়!
বিশ্বাস আর অবিশ্বাসের টানাপোড়েন ক্রমেই
সংঘাতের সুত্র হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বময়!


ইদানিং, আঁতেল দার্শনিকের কোন সঙ্কট নেই!
যারা প্রকৃতির কোলে বসে ব্যবস্থাপত্র লিখে দেয়!
বিবর্তনের ক্রমবন্যিাসে যারা আজ মনের
অজান্তেই ভাবতে বাধ্য হয়, তারা্ও মানুষ!


ওরা আজ নতুন বিশ্বের আবাদে গলদঘর্ম প্রায়!
বিশেষ নেট ওয়ার্কে যুক্ত হয়ে ভাবে আনন্দে,
এক কেন্দ্রীক বিশ্বব্যবস্থার সুবিধা তো তারাই পাবে!
উচ্ছাসে সবাইকে ভাবে মরুর মূর্খ যাযাবর!
যাদের অবস্থান তাদেরই পদভারে হবে নাকি লুপ্ত!