তোমাকে বোঝার চেষ্টা করছি।
একটা কালো দিনকে কি ভাবে
অলোকময় করতে হয়, দেখেছে
ডুবন্ত সভ্যতা! তুমি যখন শক্ত
চোয়ালে ঠেকিয়ে দাও ভয়ংকর
দানবের অহংবোধ, যখন রক্ত
নদী পাড়ি দাও উজান স্রোতে!
অবাক বিস্ময়ে অনুভব করতে
চাই তোমার হৃদয়ের অনুভূতি।


প্রতিকুলের গতিহীন মুসলিমদের
লাশের মিছিল যে তোমাদেরও
শোকাচ্ছন্ন করে, নিউজিল্যান্ডের
মানচিত্রের অঙ্গীকার উন্মোচিত
করেছো উস্কানি উপেক্ষা করে!
তুমি হিংস্রতার বিরুদ্ধে থেকেছ
অবিচলিত পুরো জাতিকে নিয়ে!
তোমায় ব্যতিক্রমী বলে ভাবতে
ইচ্ছে করে, তবে আরো কিছুটা
সময় গড়িয়ে যেতে দিতে চাই।


শোকবস্ত্রে আপাদমস্তক পরিবৃত
দেখেছি, আসসালামু আলাইকুম
সম্ভাষণে দৃঢ়চেতা দেখেছি, এই
অমানিশার অন্ধকারেও দেখেছি,
সশ্রদ্ধ, সমবেদী মৌনী সন্নিধি।
সংসদে দেখেছি উচ্চারিত হতে
আল-কোরআনের সমধুর বাণী।
শোকের মাঝেও সান্ত্বনার পরশ!
জানি না তোমার স্থান কোথায়।
উত্তম ভাবনা এসে স্বপ্ন ছড়ায়।