জীবন তো অবনীর জন্য;
সময় তো নয় বেশুমার!
যতই চাই না আমি শান্তি
‍"বারযাখ" হতে হবে পার।


সকাল-সন্ধ্যায় দেখাবে
সবাইকে ফেরেস্তার দল,
কোথা হবে কার বাস-
যেথায় রবে চিরকাল।


স্বপ্নকেও করি কাটছাট!
কুনীতি নিয়ে কারবার;
বিনিদ্র রজনী করি পার
চিন্তা থাকে ইহ সংসার!


অপাত্রে করি নত শির
সৎ বাণী করি পদতল!
বিশুদ্ধ জীবনে অতৃপ্তি;
ঈমানে নেই আর বল!


প্রলাপে সময় করি ক্ষয়
চাই বিশ্বকে করতে জয়!
মৃত্যুকে রাখিয়া আড়াল
পরকালে মানি পরাজয়!


বিঃদ্রঃ "বারযাখ" কি?  যেহেতু মৃত্যুর পর মানুষকে কবরে দাফন করা হয় এবং কিয়ামাতের দিন মানুষ কবর থেকে উত্থিত হবে, তাই প্রচলিত অর্থে কবরের জীবনকে আলামে বারযাখ বলা হয়। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে : ‘যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন সে বলে, হে আমার রব! আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করো। যাতে আমি আগে যে সকল সৎকর্ম করি নাই সেগুলো করতে পারি। কখনো না, এটাতো তার একটা উক্তিমাত্র। তাদের সামনে রয়েছে ‘বারযাখ’, পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকতে হবে। [সূরা আল-মুমিনূন : ৯৯-১০০]