চলেই যদি যাবে, এলে কেন বলো
ছড়িয়ে দিয়ে গেলে চন্দ্রের আলো,
ঝিকি ঝিকি শব্দ করে চলে গেল
বাতাসে উড়িয়ে চুল এলোমেলো।


কেটে গেল সুখময় দিবস-রজনী
সব কথাই স্মৃতি হয়ে রয়ে গেল,
যাবার সময় কেন আঁখি ছল্ ছল্
সেও কি আমারে ভাল বেসেছিল!


চোখ তার টানা টানা কাজল কালো
হৃদয়টা যেন তার নমনীয় তুলো!
মিহি সুরে কথা বলে আপন হলো
আলতো করে প্রেম জ্বালিয়ে দিল!


এসেছিল ঝড় হয়ে উড়িয়ে ধুলো
কিছু না বলে সুখ কেড়ে নিয়ে গেল,
বিনিময়ে জ্বালাটুকু আমায় দিলো
নিজেই বা কতটুকু কি সুখ পেলো!