একদিকে ঝরছে মজলুমের অশ্রুজল-
বিপরীতে রক্ত ঝরায় জালিমের দল!
যতই করো ফেৎনাবাজি আর জুলুম,
মজলুমের প্রার্থনা হবে দ্রুতই আগম।
যারা বিপদগ্রস্ত করে সরল জনতাকে
তারা পরিশেষে ধ্বংস করে নিজেকে!
অথচ বুঝে না তারা জুলুমের সংজ্ঞা,
আগ্রাসনের বাণে সৃষ্টি করে রক্তগঙ্গা!


অথচ যখন বিপন্ন হয় স্রষ্টার ইচ্ছায়
মনে করে এটা নৈসর্গিক, গজব নয়!
অতঃপর আসে আরো বড় ঝড় ঘরে
কেঁদে হয় খুন! থর্‌ থর্ কাঁপে জ্বরে!
প্রভাবশালী নিজেদের ভাবে পরাক্রম
অথচ-অদূরে অপেক্ষমান অদৃশ্য যম!


আগম>গ্রহণ