আলোর মিছিলে গেলে আঁধার পালিয়ে যাবে
সত্য ছড়াবে তখন শান্তির ঘ্রাণ,
মিথ্যা লুকাবে মুখ সাথে নিয়ে যাবে বিকল
শমিত-অসহায় ফিরে পাবে প্রাণ।


কিশোর-তরুণ জাগো প্রভাতেই আগে বাড়ো
মুক্তির আনন্দটুকু ছিনিয়ে আনো,
উড়িয়ে দাও সুখের স্বপন প্রতিটি ঘরে ঘরে
জুজুর ভয় আর রইবে না কোন।


অবনমিত হবে খলের ছল, পালাবে ভ্রান্তদল!
দ্বন্দ্ব মিটে যাবে জমিন হবে সাফ,
নতুন ঊষার আলো, তাড়াবে আঁধার কালো
ধুয়ে মুছে যাবে তখন সকল পাপ।


দূর করে ভয়-ডর, বাজাও উচ্চরবে রণঢাক
প্রবঞ্চক-ঠগেরা সাকুল্যে হোক নির্মূল,
হঠাও দানবের দল, দূর হোক অসতের ঝাঁক
নিপীড়িত ফিরে পাক, নিরাপদ কূল।