মাগো তোমার দু’হাত ভরা
খোদার রহমত,
আঁচলখানি মাগো তোমার
হিম করা শরবত।


বদন জুড়ে চাঁদের আলো
স্বপ্ন ভরা রাত,
নিত্য প্রহর সুখের সাথে
আমার মোলাকাত।


নন্দ পায়ে ছন্দ তোলে
হৃদয়ের ভিতর,
সঙ্গ তোমার ভঙ্গ হলে
হই মহাকাতর।


অঙ্গ যেন মায়ার ভেলা
গর্বে ভরে বুক,
একটু খানি পরশ পেলে
ভুলি সকল দুখ।


মুখের বাণী মধুর জানি
শ্রেষ্ঠ মায়ের জাত,
স্বর্গে ভাসি, যখন তুমি
কর মোনাজাত।