আরণ্যকের থাবায় মৃত্যুর ঝুঁকি
নিয়েও মধু খোঁজে মৌ-লোভী-
জান্নাতের সুমিষ্ট পানীয় ভেবে!
ক্ষণে ক্ষণে থমকে যায় পা দু’টি
হায়েনার পিলে চমকানো হাসিতে!
ইতর জাতীয় প্রাণী বিশেষ যখন
ঘোঁৎ ঘোঁৎ করতে করতে ধেয়ে
আসে মনে হয় করবে ছিন্নভিন্ন!
বাঘের গর্জনে চকিত হয় হৃদয়!
সিংহও গ্রাসের তরে হুঙ্কার দেয়!
কিন্তু, জান্নাতী ঘ্রাণে ওদের দল
অদম্য হয়ে যায় সুধার আশায়।