বিজাতিকে ওরা করিতে তুষ্ট
স্বজাতিকে করে খুন,
জাতির বিবেক উত্তর দাও
এটা কি মানব গুণ?


নিপীড়নে কাঁদে কত প্রিয়জন,
হারিয়ে আপনজন,
গুটাও এবার ঢাল-তরোয়াল,
শেষ করো মহারণ!


জাতির বিবেক কেন থাক চুপ!
তুমি কি রয়েছো সুখে?
জড়ো সড়ো হয়ে রয়েছো পালিয়ে
কুলুপ এঁটেছো মুখে!


আপনারে তুমি ভাবো মহাজন,
পরোয়া করো না কারো!
আকাশ ছোঁয়ার শপথ নিয়েছো
পারো আর নাই পারো!


পালা বদলের খেলা খেলে খোদা,
কার আছে কত দম?
আজরাঈলের নাম ভুলে গেছো!
সেই তো সবার যম!