স্বয়ং প্রশ্নবিদ্ধ হয় জীবনের সত্য তুলে;
জীবনকে হারাতে চায় নানান ভ্রান্ত চালে!
জমিনে মুক্তি চায় আসল মুক্তি ভুলে
লুটেরা সংস্কৃতি আসন পাতে অচেতন পলে!


কালির আঁচড়ে হয় কষ্টের সৃষ্টি;
ইতিহাস ভুলে প্রেম হয় কি গো মিষ্টি!
সময় না বুঝেই আসে ঝড়-বৃষ্টি,
হতাশা জেঁকে বসে, নিভে যায় দৃষ্টি!


খলের দোসর হয়ে কি হবে বেঁচে থেকে!
সুখের সুযোগ যদি কিছু থাকে জেগে,
বিশ্বাসী হবে রাজা, কিছু যদি কমে সাজা
অনন্তকাল পাবে জান্নাতী মজা।