মুক্তির গানের মাঝে যমদূত চলে এলে
বুকটা পেতে দিও, পৃথিবীটা হবে ধন্য!
লিখা হবে নতুন করে ত্যগের ইতিহাস;
পিছনে পড়ে রবে যন্ত্রণাময় এক অরণ্য।


বিষাক্ত সাগরে আর মরবে ডুবে কত?
স্বপ্নভঙ্গ হবে সবার, হাজার-লক্ষ বার;
তবুও কি হবে নারে কারো বোধোদয়!
তার চেয়ে ভাল, জাগো না আর বার।


রাত্রি হচ্ছে গভীর, শীঘ্রই হবে সূর্যোদয়;
আযানের ধ্বনি শুনে হৃদয় উঠবে দুলে,
সকালের সোনালি রোদে হাসবে স্বজন-
হাসবে নিসর্গ অতীতের সব ব্যথা ভুলে।